চুলের যত্নে ঢেঁড়স-এর ৫টি হেয়ার মাস্ক তৈরির ও ব্যবহারের নিয়ম
হ্যালো? বন্ধুরা সবাইকে সুমা হেলথ কেয়ার এ স্বাগতম! আজকে আপনারা যে বা যারা আমার আজকের চুলের যত্নে ঢেঁড়স-এর ৫টি হেয়ার মাস্ক তৈরির ও ব্যবহারের নিয়ম দেখতে ও জানতে এসেছেন তাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম।
![]() |
চুলের যত্নে ঢেঁড়স-এর ৫টি হেয়ার মাস্ক তৈরি |
শিরোনাম :চুলের যত্নে ঢেঁড়স -এর ৫টি হেয়ার মাস্ক তৈরির ও ব্যবহারের নিয়ম।
বাঙালিরা রান্নার জিনিসপত্র দিয়েই নিজেদের ঘরোয়াভাবে চুলের যত্ন নিতে পছন্দ করি বাজারের কেমিক্যাল যুক্ত জিনিস আমাদের কারও পছন্দ নয়।কারন কেমিক্যাল যুক্ত জিনিস আপনার চুলের সৌন্দর্যকে নষ্ট করে দিয়ে চুলের সবরকম পুষ্টিগুনাগুনকে ব্যাহত করবে।তাই আজ আমি আপনাদের সাথে এমনই একটি ঘরোয়া উপায়ে ঢেঁড়স দিয়ে তৈরি ৫টি হেয়ার মাস্ক তৈরির নিয়ম এবং এর ব্যবহারের নিয়ম শেয়ার করবো যেটি আপনারা অনুসরন করে ইনশাআল্লাহ চুলের অনেক উপকার পেতে পারেন।
চুলের যত্নে ঢেঁড়স -এর ৫টি হেয়ার মাস্ক তৈরির ও ব্যবহারের নিয়ম:
১/ঢেঁড়স ও ভুট্রার আটা দিয়ে তৈরি চুলের জন্য মাস্ক :
প্রথমে আপনারা ৫-৬ টি ঢেঁড়স নিন। এরপর ঢেঁড়সগুলোকে কুচি কুচি করে কেটে ধুয়ে নিন।ধুয়া শেষ হয়ে গেলে ঢেঁড়সগুলোকে একটি পাএে নিয়ে নিয়ে নিন।তারপর সেই পাএে ১-১. ৫ গ্লাস পানি দিয়ে চুলায় কম আচ এ জ্বাল দিন ঢেঁড়সগুলোকে।ঢেঁড়সগুলো সিদ্ধ হয়ে গেলে যে হলুদ পানি বের হয়ে আসবে সে পানি আপনারা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ছেঁকে নিন। তারপর সিদ্ধ করা ঢেড়সগুলোকে আপনারা হ্যান্ড ব্লেন্ডার বা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিন। এরপর ছেকে রাখা ঢেঁড়সের পানির সাথে ঢেঁড়সের পেস্ট মিশিয়ে নিয়ে একটি পাতলা টিসু কাপড় দিয়ে ছেঁকে নিন। এরপর ছেঁকে নিয়ে যে পেস্ট বের হবে, সেই পেস্ট এর সাথে ২চামচ ভুট্রার আটা মিশিয়ে নিন।মিশানো পর ভালো করে মিশিয়ে পেস্টটিকে চুলে ভাগ করে করে লাগিয়ে নিন আর ১ঘন্টার জন্য রেখে দিন। ১ঘন্টা পর চুল শুধু পানি দিয়ে ধুয়ে ফেলুন। শ্যাম্পু করবেন না।
২/ঢেঁড়স ও নারিকেল তেল এর তৈরি চুলের মাস্ক :
প্রথমে আপনারা ৫-৬ টি ঢেঁড়স নিন। এরপর ঢেঁড়সগুলোকে কুচি কুচি করে কেটে ধুয়ে নিন।ধুয়া শেষ হয়ে গেলে ঢেঁড়সগুলোকে একটি পাএে নিয়ে নিয়ে নিন।তারপর সেই পাএে ১-১. ৫ গ্লাস পানি দিয়ে চুলায় কম আচ এ জ্বাল দিন ঢেঁড়সগুলোকে।ঢেঁড়সগুলো সিদ্ধ হয়ে গেলে যে হলুদ পানি বের হয়ে আসবে সে পানি আপনারা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ছেঁকে নিন।ঢেঁড়সের পানির সাথে ঢেঁড়সের পেস্ট মিশিয়ে নিয়ে একটি পাতলা টিসু কাপড় দিয়ে ছেঁকে নিন। এরপর ছেঁকে নিয়ে যে পেস্ট বের হবে, সেই পেস্ট এর সাথে ২চামচ নারিকেল তেল নিয়ে একসাথে মিশিয়ে নিন এরপর পুরো চুলে লাগিয়ে নিন।এটি আপনারা ১-২ ঘন্টার জন্যে চুলে রেখে দিন।১-২ঘন্টা পর চুল শুধু পানি দিয়ে ধুয়ে ফেলুন। শ্যাম্পু করতে পারেন এই মাস্ক এর ক্ষেএে।
৩/ঢেঁড়সের পানি ও অ্যালোভেরা জেল দিয়ে চুলের জন্য তৈরি হেয়ার মাস্ক:
প্রথমে আপনারা ৫-৬ টি ঢেঁড়স নিন। এরপর ঢেঁড়সগুলোকে কুচি কুচি করে কেটে ধুয়ে নিন।ধুয়া শেষ হয়ে গেলে ঢেঁড়সগুলোকে একটি পাএে নিয়ে নিয়ে নিন।তারপর সেই পাএে ১-১. ৫ গ্লাস পানি দিয়ে চুলায় কম আচ এ জ্বাল দিন ঢেঁড়সগুলোকে।ঢেঁড়সগুলো সিদ্ধ হয়ে গেলে যে হলুদ পানি বের হয়ে আসবে সে পানি আপনারা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ছেঁকে নিন। তারপর সেই হলুদ পানির সাথে ২চামচ অ্যালোভেরা জেল নিয়ে একসাথে মিশিয়ে নিন। এরপর এই হেয়ার প্যাকটি ভালো করে মিশিয়ে নিয়ে পুরো চুলে লাগিয়ে নিন ১-২ ঘন্টার জন্য।
।১-২ঘন্টা পর চুল শুধু পানি দিয়ে ধুয়ে ফেলুন। শ্যাম্পু করতে পারবেন না।
৪/ঢেঁড়স, ভিটামিন-ই ক্যাপসুল ১টি ও অলিভ অয়েল তেল দিয়ে চুলের জন্য মাস্ক তৈরি :
প্রথমে আপনারা ৫-৬ টি ঢেঁড়স নিন। এরপর ঢেঁড়সগুলোকে কুচি কুচি করে কেটে ধুয়ে নিন।ধুয়া শেষ হয়ে গেলে ঢেঁড়সগুলোকে একটি পাএে নিয়ে নিয়ে নিন।তারপর সেই পাএে ১-১. ৫ গ্লাস পানি দিয়ে চুলায় কম আচ এ জ্বাল দিন ঢেঁড়সগুলোকে।ঢেঁড়সগুলো সিদ্ধ হয়ে গেলে যে হলুদ পানি বের হয়ে আসবে সে পানি আপনারা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ছেঁকে নিন। তারপর সিদ্ধ করা ঢেড়সগুলোকে আপনারা হ্যান্ড ব্লেন্ডার বা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিন। এরপর ছেকে রাখা ঢেঁড়সের পানির সাথে ঢেঁড়সের পেস্ট মিশিয়ে নিয়ে একটি পাতলা টিসু কাপড় দিয়ে ছেঁকে নিন। এরপর ছেঁকে নিয়ে যে পেস্ট বের হবে, সেই পেস্ট এর সাথে ১টি ভিটামিন ই -ক্যাপসুল এবং বড় ১চামচ অলিভ অয়েল তেল যোগ করে নিন।তারপর যোগ করা শেষ হয়ে গেলে হেয়ার মাস্কটি আপনাদের চুলে এপ্লাই করে নিন ১-২ ঘন্টার জন্য।১-২ঘন্টা পর চুল শুধু পানি দিয়ে ধুয়ে ফেলুন। শ্যাম্পু করতে পারেন এই মাস্ক এর ক্ষেএে।
৫/ঢেঁড়স, জোজোবা অয়েল ও ভুট্রার আটা দিয়ে তৈরি চুলের তৈরি মাস্ক :
প্রথমে আপনারা ৫-৬ টি ঢেঁড়স নিন। এরপর ঢেঁড়সগুলোকে কুচি কুচি করে কেটে ধুয়ে নিন।ধুয়া শেষ হয়ে গেলে ঢেঁড়সগুলোকে একটি পাএে নিয়ে নিয়ে নিন।তারপর সেই পাএে ১-১. ৫ গ্লাস পানি দিয়ে চুলায় কম আচ এ জ্বাল দিন ঢেঁড়সগুলোকে।ঢেঁড়সগুলো সিদ্ধ হয়ে গেলে যে হলুদ পানি বের হয়ে আসবে সে পানি আপনারা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ছেঁকে নিন। তারপর সিদ্ধ করা ঢেড়সগুলোকে আপনারা হ্যান্ড ব্লেন্ডার বা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিন। এরপর ছেকে রাখা ঢেঁড়সের পানির সাথে ঢেঁড়সের পেস্ট মিশিয়ে নিয়ে একটি পাতলা টিসু কাপড় দিয়ে ছেঁকে নিন। এরপর ছেঁকে নিয়ে যে পেস্ট বের হবে, সেই পেস্ট এর সাথে ১চামচ জোজোবা অয়েল ও ১-১.৫ চামচ ভুট্রার আটা এই সবগুলা উপাদান একসাথে মিশিয়ে নিন এরপর পুরো চুলে ১-২ ঘন্টা লাগিয়ে নিন।১-২ঘন্টা পর চুল শুধু পানি দিয়ে ধুয়ে ফেলুন। শ্যাম্পু করবেন না।
চুলের যত্নে ঢেঁড়স-এর ৫টি হেয়ার মাস্ক তৈরির ও ব্যবহারের নিয়ম এর শেষ কথা :
উপরিউক্ত নিয়মগুলো অনুসরণ করুন আর আপনাদের পছন্দ অনুযায়ী ঢেঁড়সের এই ৫টি হেয়ার মাস্ক থেকে আপনার পছন্দের হেয়ার মাস্ক বেছে নিন।ইনশাআল্লাহ আপনারা ভালো ফলাফল পেতে পারেন চুলের জন্য।
শিক্ষামূলক ব্লগ বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url